হর্টিকালচার সেন্টার, বালাঘাটা, বান্দরবান একটি সেবা মুলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে যুগপযোগী আধুনিক উন্নত ও গুনগত মানের বিভিন্ন ফল,ফুল,সবজি ও মসলা জাতীয় ফসলের চারা/কলম উৎপাদন করা হয়। উৎপাদিত চারা/কলম সরকারী নির্ধারিত মুল্যে এলাকার আগ্রহী ব্যক্তিবর্গের নিকট বিতরন করা হয়ে থাকে। চলতি অর্থ বছরে (২০২০-২১) প্রায় ২লÿ ১৭ হাজার ০০০টি বিভিন্ন জাতের চারা/কলম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে এবং মধ্যে জুন/২১ মাস পর্যমত্ম সময়ে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করছি। সেন্টারের রাজস্ব আয় এবং ফলের বাগান সৃজনে সচেতনতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
আমাদের দেশের ফলের বাজার অনেক বড়। চীন, ভারত, পাকিসত্মান, থাইল্যান্ড, অষ্ট্রেলিয়া সে বাজার দখল করে আছে। দেশের বাজারে ফলের চাহিদা পুরনে আমাদের সকলের প্রচেষ্টা ও আমত্মরিকতাই যথেষ্ট। এজন্য সবাইকে একসাথে মনোনিবেশ করতে হবে ফল আবাদে। শুরম্নতেই যে কোন সরকারী অনুষ্ঠানে আপ্যায়নের ক্ষেত্রে বিদেশী ফল (বিদেশের মাটিতে উৎপাদিত) নিষিদ্ধ ঘোষনা করা এবং বাধ্যতামুলকভাবে দেশীয় ফল দিয়ে আপ্যায়নের ব্যবসহা গ্রহনের উদ্দ্যেগ গ্রহন করতে হবে। সারা বছরের ফলের চাহিদা পুরনে পরিকল্পিত পরিকল্পনা গ্রহন ও বাসত্মবায়ন অত্যমত্ম জরম্নরী। তিন পার্বত্য জেলাকে কৃষি উন্নয়নে বিশেষ করে ফল ও মসলা উৎপাদন এলাকা হিসেবে ঘোষনা করে ব্যাপক কার্যক্রম গ্রহন করা হলে দেশের ফল ও মসলার চাহিদা পুরনে সক্ষমতা অর্জন সম্ভব হবে।
বাগান সৃজনে কৃষকের সচেতনতা, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবানের কার্যকরী পদক্ষেপ গ্রহন, বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন, লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ওষুধি গুনসম্পন্ন গাছের(ঘৃতকুমারী, বাসক, অর্জুন, তুলশি, শতমুলী) চাষ সম্প্রসারণ কর্মসূচী, ন্যাশন্যাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ II প্রকল্পের বাসত্মবায়ন সর্বোপরী হর্টিকালচার সেন্টার হতে গুনগতমানের চারা/কলম সরবরাহ ও কারিগরি সহযোগিতার ফলে আগামী ০৩-০৪ বছর পর বান্দরবান ফল রপ্তানি জেলা হিসেবে পরিচিতি পাবে একথা নিশ্চিত করে বলা যায়।
তদানিমত্মন ইপিএডিসি কর্তৃক ১৯৬৯খ্রিঃ সনে এই খামারের গোড়া পত্তন হয়। পরবর্তীতে এই খামারের ব্যবসহপনা উদ্যান উন্নয়ন বোর্ডের উপর ন্যাসত্ম্য হয়। প্রশাসনিক পরিবর্তনের ফলে খামারটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য শস্য উইং এর উদ্যান বেস হিসেবে পরিচিতি লাভ করে। ১লা জুলাই ১৯৯১ইং হতে খামারটি হর্টিকালচার সেন্টার হিসেবে পরিচালিত। বর্তমানে (জুন/১৪ থেকে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং অঙ্গ হিসেবে প্রয়োজনীয় জনবল এর পদ সৃষ্টিসহ সেন্টারটি বান্দরবান শহর হতে প্রায় ২.০ কি.মি. দুরে চন্দ্রঘোনা-বান্দরবান সড়কের পাশে অবসিহত। সেন্টারের পূর্ব দিকে পুলিশ লাইন, পশ্চিমে সাঙ্গু সদী, উত্তরে বালাঘাটা/সিকদারপাড়া এবং দক্ষিনে বান্দরবান সেনানিবাস। পাহাড় ও নদী বেষ্টিত মনোরম পরিবেশে সমতল ভহমিতে প্রায় ২১ একর ভুমিতে সেন্টারের অবসহান।
০৩ । প্রতিষ্ঠানের উদ্দেশ্যঃ
# কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সেবা মুলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করা।
# যুগপযুগি মানসম্পন্ন গুনগতমানের চারা/কলম উৎপাদন ও সরকারী নির্ধারিত মুল্যে জনসাধারনের মধ্যে বিতরন।
# ফল, ফুল, মসলা, ঔষধি ও সব্জীর চারা/কলম উৎপাদন ও বিতরন।
# প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান ও কারিগরি সহায়তা প্রদান।
# উদ্যান ও পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রযুক্তি হস্থামত্মর।
# মাশরম্নম চাষ সম্প্রসারণ ও বীজ বিতরন।
# বাগান সৃজনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী সহাপন।
# উৎপাদিত পন্যের বিপননে মার্কেটিং চেইন উন্নয়নে সহায়তা প্রদান।
# উদ্যান সংশিস্নষ্ট বিভিন্ন উন্নত জাতের জার্মপস্নাজম সংগ্রহ ও সংরক্ষন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS