হর্টিকালচার সেন্টার, বালাঘাটা, বান্দরবান একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে যুগপযোগী আধুনিক উন্নত ও গুনগত মানের বিভিন্ন ফল, ফুল, সবজি ও মসলা জাতীয় ফসলের চারা/কলম উৎপাদন করা হয়।উৎপাদিত চারা/কলম সরকার নির্ধারিত মূল্যে এলাকার আগ্রহী ব্যক্তিবর্গের নিকট বিতরণ করা হয়ে থাকে।
তদানিন্তন ইপিএডিসি কর্তৃক ১৯৬৯ সনে এই খামারের গোড়াপত্তন হয়। পরবর্তীতে এই খামারের ব্যবস্থাপনা উদ্যান উন্নয়ন বোর্ডের উপর ন্যাস্ত হয়। প্রশাসনিক পরিবর্তৃনের ফলে খামারটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য শস্য উইং এর উদ্যান বেস হিসেবে পরিচিতি লাভ করে। ১লা জুলাই ১৯৯১ ইং হতে খামারটি হর্টিকালচার সেন্টার হিসেবে পরিচালিত। বান্দরবান শহর হতে প্রায় ২.০ কিলোমিটার দূরে বান্দরবান - চন্দ্রঘোনা সড়কের পাশে অবস্থিত। সেন্টারের পুর্ব দিকে পুলিশ লাইন,পশ্চিমে সাঙ্গু নদী, উত্তরে যুব প্রশিক্ষন কেন্দ্র এবং দক্ষিনে বান্দরবান সেনানিবাস। পাহাড় ও নদী বেস্টিত মনোরম পরিবেশে সমতল ভূমিতে সেন্টারের অবস্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস