হর্টিকালচার সেন্টার একটি সেবামূলক প্রতিষ্ঠান। সেন্টারের লাভ ক্ষতি নির্ণয়ে শুধু রাজস্ব আয়কে বিবেচনা করলে চলবে না। বরং মানসম্মত ও যুগোপযোগী অধিক উৎপাদনশীল চারা/কলম উৎপাদন বিতরণই গুরুত্বপূর্ণ । ফলশ্রুতিতে প্রতিবেশী কৃষক-কৃষানী সেন্টার থেকে গুনগতমানের বিভিন্ন চারা/কলম সহজেই সংগ্রহ করতে পারেন। পাশাপাশি প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে চাষাবাদের প্রযুক্তি ও পরামর্শ গ্রহণ করে থাকেন। প্রকৃতি ও প্ররিবেশ সহায়ক হলে আগামীতে নিজস্ব উৎপাদন বৃদ্ধিসহ পার্বত্য জনপদের ভাগ্য পরিবর্তনের নতুন নতুন ফলের বাগান সৃজনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির চাপ মোকাবেলা করে খাদ্য সরবরাহ অব্যাহত রাখা বিশেষ করে পুষ্টিহীনতা দূরীকরণে উৎপাদন কাজে বৈচিত্র আনা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল, ফুল, শাক-সবজি ও মসলা জাতীয় ফসল উৎপাদনে সেন্টারের কার্যক্রমে পরিকল্পনা অব্যাহত আছে।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-এনএটিপি ফেজ-২ প্রকল্পের, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে সকল কার্যক্রমের সফল বাস্তবায়নের ফলে ফসল উৎপাদনে সেন্টারে কার্যক্রম অব্যাহত আছে এবং ভবিষ্যতে আর ও জোরদার হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস